|

বাগমারায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ,তাজা ককটেল উদ্ধার

প্রকাশিতঃ ১২:৩৭ পূর্বাহ্ন | জানুয়ারী ০৬, ২০২৪

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ রাজশাহী-৪ (বাগমারা) আসনে একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ওই বিদ্যালয়ের সামনে দুইটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ভোট কেন্দ্রটি র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘিরে রেখেছে। ঘটনার পর থেকে এলাকায় সাধারন ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গনিপুর ইউনিয়নের আক্কেলপুর বিদ্যালয়ের নৈশ প্রহরী অসুস্থ থাকায় তিনি বিদ্যালয়ে পাহারা দেওয়ার জন্য আসেননি। এই সুযোগে দুবৃর্ত্তরা ভোট কেন্দ্রের অফিসকক্ষে ককটেল সাদৃশ্য বোমা ছুঁড়ে মারে। একই কক্ষে দুর্বৃত্তরা জানালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে সেখানে থাকা বইপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। এ সময় বিকট শব্দ শুনে আসে পাশের লোকজন ছুটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে দুবৃর্ত্তরা দুইটি হাতবোমা সাদৃশ্য ককটেল জাতীয় বস্তু ফেলে যায়। পরে স্থানীয় লোকজন জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে। পরে র‌্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত ককটেল দুইটি নিস্ক্রীয় করে। বাগমারা থানার (ওসি) অরবিন্দ সরকার জানান, আক্কেলপুর বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার করা ককটেল দুইটি র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে থানায় নেয়া হয়েছে। তবে নাশকতাকারীরা ককটেল ফাটিয়ে ও বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

দেখা হয়েছে: 94
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪