|

বাগমারায় মন্দির ও মহাশ্মশান উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে ভারতীয় সহকারী হাই কমিশনার

প্রকাশিতঃ ১১:০৯ অপরাহ্ন | মে ১৪, ২০২২

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান বিজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটী ভিত্তি প্রস্থর স্থাপন করন। বিশেষ অতিথি ছিলেন শ্রী তপন কুমার সেন, ট্রাস্টি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট। অপর দিকে একই দিন পৃথক অনুষ্ঠানে শালজোড় মহাশ্মশান উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। পৃথক সভায় বক্তব্য রাখেন গোবিন্দপাড়া রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি অনুপ কুমার টুটুল, রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থ পাল চেীধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, সহ আরও অনেকে। অন্যন্যদের মাঝে উপস্তিত ছিলেন গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান সুরাত আলী, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, প্রভাষক রূপশ্রী রানী, প্রভাষক বাগচী নিরঞ্জন প্রমুখ। প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটী বলেন, এ দুটি দেশের মধ্যে রয়েছে সামাজিক, সাংস্কৃতিক দিক দিয়ে অনেক মিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চরাকালীন সময়ে ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অকুন্ঠ সমর্থন দিয়েছিলেন। প্রধান অতিথি শ্রী সঞ্জীব কুমার ভাটী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত নেতা হিসাবে আখ্যায়িত এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন।

দেখা হয়েছে: 152
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪