|

বাগমারায় লকডাউনের অভিযানে স্থানীয় প্রশাসন’স্বাস্থ্যবিধি মানছেনা মানুষজন

প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ন | জুলাই ০১, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে রাজশাহীর বাগমারায় অভিযানে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে ভ্রাম্যমান আদালত ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তবে সকাল থেকে অযথা রাস্তাঘাটে মানুষকে চলাচল করতে দেখা গেছে, আবার অনেকে জীবনের তাগিদে পায়ে হেটে ও মটর ও বাইসাইকেল,ভ্যানগাড়ি নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌছাতে দেখা যায়। তবে মটরসাইকেল, ভ্যানগাড়ি ও জরুরী পরিসেবার যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের ইঞ্জিল চালিত যানবাহন। এছাড়াও যারা অযথা রাস্তায় চলাচল করছে তাদের পুলিশ ও আনসার সদস্যদের জেরার মুখে পড়তে হচ্ছে। ওষুধের ফার্মেসী ছাড়া বন্ধ আছে সকল ধরনের দোকানপাট। তবে কাচা বাজার গুলোতে স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা করার অনুমোতি থাকলেও তা মানছেন না অনেকেই। এদিকে, বৃহস্পতিবার ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষজনের যাতায়াত ছিল কম। তুলনামূলক অন্যান্য লকডাউনের তুলনায় এবার রাস্তাঘাট ও একেবারেই ফাঁকা ছিল।তবে দুপুরের পর থেকে হাট-বাজার রাস্তাঘাটে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মত। তারা স্বাস্থ্যবিধি মানছে না। এবিষয়ে বাগমারা থানার (ওসি) মোস্তাক আহম্মেদ বলছেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন , হাট- বাজার গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না-পাওয়া পর্যন্ত এ অভিযান চলবে।#

দেখা হয়েছে: 161
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪