|

বাগমারায় লকডাউনে এখন পর্যন্ত কোন ত্রান পাইনি অসহায় মানুষেরা

প্রকাশিতঃ ১:৪১ অপরাহ্ন | জুলাই ০৬, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলায় করোনা ভাইরাস শাটডাউনের কারণে হঠাৎ করেই উপার্জন বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের। এই অবস্থায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষের জন্য গলার কাটা হয়ে দাড়িয়েছে লকডাউন বা শাটডাউন। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া কথা বলা হয়েছে। তবে এই মহামারিতেও এক শ্রেণির অসাধু জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা অসহায় ব্যাক্তিদের কাছে কোন ত্রান সামগ্রী নিয়ে এখন পর্যন্ত পৌছেনি। অথচ ২০২০ সালে মার্চ মাসের লকডাউনে পাড়া,মহল্লা,ইউনিয়নয়,উপজেলা ও জেলার আওয়ামীলী,বিএনপি,জাতীয়পাটিসহ বিভিন্ন পাটির ছোট-বড় নেতাকর্মী ত্রান সামগ্রী হাতে নিয়ে মানুষের দারে দারে ঘুেরছিলেন। তাই এবার দিনমুজর ও অসহান মানুনজন এখন পর্যন্ত কোন ত্রান সামগ্রীর ছিটেফটা চোখে দেখেনি। বিভিন্ন এলাকাবাসি সুত্রে জানাগেছে, বাগমারা উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ের চলতি জুলাই মাসের করোনা ভাইরাসের ১ জুলাই থকেে সরকার ঘোষতি এই লকডাউন শুরু হয়। ফলে ঘরে খাবার না থাকার করনে মানুষজনেরা মানছেনা লকডাউন, তারা খাবারের জন্য চুপ করে দোকানপাট খুলছে। কিন্তু আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের চাপের মুখে পড়ে তারা দোকান খুলতে পারছেনা। বিশেষ করে পুলিশী তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। এছাড়া দিনমুজর ও অসহান মানুনজনেরা ঘুরছে মানুষের ধারে ধারে। কাউকে দেখা মাত্র দল বেদে ছুটে যাচ্ছে ত্রানের আসায়। এখন পর্যন্ত কোন ত্রান সামগ্রীর ছিটেফটা দেখা পাচেছন না তারা। এ আবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও কর্মহীন মানুষের কাছে ত্রান পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং করোনা ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে তার জন্য সবাইকে ঘরে থাকার জন্য বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ দেবার পরেও ছোট-বড় নেতাকর্মী ত্রান সামগ্রী হাতে নিয়ে মানুষের দারে দারে যায়নি এখন পর্যন্ত। এদিকে, অনেক ছোট খাটো দোকানী ও দিনমজুরা বলেন,এবার সরকার ঘোষিত লকডাউন শুরু হবার পর থেকে তাদের কাজ কর্ম ও দোকানপাট বন্ধ। কাজ না করার কারনে আমরা পরিবার নিয়ে আনেক কষ্ট করছি,কিন্তু আমরা আমাদের কষ্টের কথা কাউকে বলতে পারছিনা। ঘরে অপেক্ষা করেও ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন খেঁটে খাওয়া গৃহবন্দী এসব মানুষ জনেরা। সাধারন মানুষের অভিযোগ সরকার ঘরে থেকে বের হতে বারন করেছে। প্রায় ছয় দিন যাবৎ ঘরে গৃহবন্দী থেকেও খাবার জুটছে না ছিন্নমূল শ্রমজীবি মানুষের কপালে। এক্ষেত্রে তাদের প্রশ্ন কেন তারা ত্রান থেকে বঞ্চিত,আমাদের পরিবারের সদস্যরা কি খেয়ে বেচে থাকবে। তবে তারা অচিরে ত্রান সামগ্রী পান সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন।#

দেখা হয়েছে: 195
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪