|

বাগমারায় লকডাউনে দোকান খোলাসহ মানুষের চলাচল বেড়েছে

প্রকাশিতঃ ৮:৪৬ অপরাহ্ন | এপ্রিল ২২, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় তৃতীয় দফার লকডাউনে রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়ে চলেছে। স্বাস্থ্যসেবা, ফার্মেসি ও নিত্যপণ্যের দোকান ছাড়া মার্কেটসহ প্রায় সব ধরনের দোকানপাট খোলা রয়েছে। তবে, অন্যসব পরিবহন বন্ধ থাকায়,উপজেলাজুড়ে চলাচলের একমাত্র মাধ্যমে পরিণত হয়েছে মোটরসাইকেল,চার্জর ভ্যারগাড়ি,অটোরিকশা । এলাকা সুত্রে জানাগেছে,২৮ এপ্রিলের পর সরকার লকডাউন শিথিল করলে তাঁরা ব্যবসা করার সুযোগ পাবেন। কিন্তুবুধবার শুরু হওয়া তৃতীয় দফার লকডাউনের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে তাহেরপুর পৌরসভা ও ভবানীগঞ্জ পৌরসভার হাট-বাজারে মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। এবং নিয়মের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাপড়ের দোকান থেকে শুরু করে অন্যান্য দোকানও খোলা ছিল সবিই। ব্যবসায়ীরা জানান, লকডাউনে তাদের দোকানপাট বন্ধ। রমজান মাসের এই সময়টা তাদের ব্যবসার মৌসুম। এই মাসে ব্যবসা করে তারা সংসার চালান। ঈদেরও আর বেশি দিন নেই। তাই এই সময়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করে ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। এদিকে,পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে লকডাউন বাস্তবায়ন করতে বিশেষ টহল জোরদার করা হয়েছে। এবং এখানে সরকারের বিভিন্ন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের যেমন দায়িত্ব তেমনি অপরকেও এসব স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি নিষেধ মেনে চলতে উৎসাহিত করাও আমাদের দায়িত্ব।#

দেখা হয়েছে: 208
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪