|

বাগমারায় লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন,জরিমানা আদায়

প্রকাশিতঃ ৭:১৮ অপরাহ্ন | জুলাই ০৩, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজশাহীর বাগমারায় চলছে কঠোর লকডাউন। ১ জুলাই থেকে সরকার ঘোষিত এই লকডাউন শুরু হয়।গতকাল শনিবার লকডাউনের তৃতীয় দিনেও কড়াকড়ি ছিল বাগমারার সকল স্থান। এসময় বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। তিনি লকডাউনের শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছেন উপজেলাজুড়ে। তার নেতৃত্বে বাগমারায় চলছে কঠোর লকডাউন। সেই সাথে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ ভেঙ্গে বাড়ির বাইরে বের হওয়াসহ স্বাস্থ্যবিধি না মানায় ১ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাশাপাশি ১৯টি মামলা দায়ের করা হয়। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, আমরা সরকারী নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী বিধি নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিনা প্রয়োজনে বাহির হওয়ার সুযোগ নেই। নিজের এবং পরিবারের স্বার্থে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে সবাইকে আহ্বান জানানো হয়।

দেখা হয়েছে: 189
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪