|

বাগমারায় লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল অভিযান

প্রকাশিতঃ ৮:০১ অপরাহ্ন | জুলাই ০৮, ২০২১

নাজিম হাসান রাজশাহী থেকে:
কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ মানা নিশ্চিত করতে এবং কঠোর লকডাউন কার্যক্রম বাস্তবায়নের জন্য রাজশাহী জেলা পুলিশের টহল অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে বাগমারা উপজেলার তাহেরপুর,ভবানীগঞ্জ,হাটগঙ্গোপাড়াসহ সকল জনগুরুত্বপূর্ণ হাট-বাজারে টহল পরিচালনা করেন জেলা পুলিশ। এসময় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমন রোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান তারা। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, সেকেন্ড অফিসার রিপন কুমার প্রমুখ। এবিষয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুল রাজ্জাক বলেন, কঠোর লকডাউন কার্যক্রম বাস্তবায়নের জন্য পুলিশের তাহেরপুরসহ পুরো বাগমারাজুড়ে টহল অভিযান অব্যহত রয়েছে।এবং দিনের পর দিন থেকে জনসাধারণকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এরই ধারাবাহিকতায় হাট-বাজারে টহল পরিচালনা করেন জেলা পুলিশ রাজশাহীর পক্ষ থেকে।

দেখা হয়েছে: 150
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪