|

বাগমারায় লিচুর বাম্পার ফলন হবার সম্ভাবনা দেখে বেজাই খুশি বাগান মালিকরা

প্রকাশিতঃ ১০:১৩ অপরাহ্ন | মার্চ ২৭, ২০২৪

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: মধুর মাস জৈষ্ঠ্যের মিষ্টি ফল লিচু। লিচু সবার প্রিয় ফল। প্রিয় ফলের এমন বাম্পার ফলনের সম্ভাবনা দেখে বেজাই খুশি রাজশাহীর বাগমারা উপজেলার বাগান মালিকরা। পরিশ্রম ও বিনিয়োগ সফল হবে এমন ধারনায় তারা দিন রাত আগলে রেখেছেন শখের লিচু বাগান। তবে এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় লিচুর বাম্পার ফলনেরও আশা করছেন লিচু চাষিরা। ফলন ভালো পেতে লিচু বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে এমন শখের লিচু বাগান গড়ে তুলেছেন প্রায় দুই শতাধিক জন কৃষক। লিচুর পাশাপাশি তারা জমিতে ধানও উৎপাদন করছেন। সম্প্রতি ওই সব লিচুর বাগান দেখে মন জুড়িয়ে যায়। তবে সবেমাত্র বাগান গুলোতে লিচুর কড়ি গজিয়ে উঠেছে। আর কড়ি ধরে রাখতে চাষিরা বিভিন্ন রাসায়নিক ওষুধ স্প্রেসহ পরিচর্যার কোনো ত্রুটিই রাখছেন না। বাগান মালিকরা জানান এবার বাগান জুড়ে লিচুর বাম্পার ফলন হওয়ার কথা। এখনও লিচুর কড়ি গুলো ভাল আছে । সেথানে কোন রোগ বালাই দেখা দেয়নি। তারা জানান, অনুকূল আবহাওয়া ও ঠিকমত কীটনাশক প্রয়োগ করায় এবার লিচুর কড়িতে তেমন রোগবালাই ও পোকার আক্রমন হয়নি। সবে তাদের বাগানের লিচু কেবল কড়ি হয়ে ওঠেছে। পরিপুষ্ট হতে আরো এক দেড় মাস লাগবে। তাদের বাগানে গড়ে প্রায় ৫০/৬০ টি করে লিচু গাছ রয়েছে। চাইনা-৩,৪, বোম্বাই, বেদেনা, মাদ্রাজি সহ বিভিন্ন জাতের লিচু রয়েছে তাদের বাগানে। তাদের প্রত্যাশা একটি বাগানে দেড় থেকে দুই লক্ষ টাকায় লিচু বিক্রি হবে।

দেখা হয়েছে: 65
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪