|

বাগমারায় লিচুর বাম্পার ফলনের আশায় বাগান মালিকদের

প্রকাশিতঃ ১১:৫৩ অপরাহ্ন | এপ্রিল ২৬, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
জৈষ্ঠ্যের মিষ্টি ফল লিচু। লিচু সবার প্রিয় ফল। প্রিয় ফলের এমন বাম্পার ফলনের সম্ভাবনা দেখে বেজাই খুশি রাজশাহীর বাগমারা উপজেলার বাগান মালিকরা। পরিশ্রম ও বিনিয়োগ সফল হবে এমন ধারনায় তারা দিন রাত আগলে রেখেছেন শখের লিচু বাগান। উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এমন শখের লিচু বাগান গড়ে তুলেছেন প্রায় ৫০/৬০ জন কৃষক। লিচুর পাশাপাশি তারা জমিতে ধানও উৎপাদন করছেন। সম্প্রতি বালিয়া গ্রামের ওই সব লিচুর বাগান দেখে মন জুড়িয়ে যায় । সবে বাগানে লিচুর কড়ি গজিয়ে উঠেছে। মাঝে ধানের আবাদ। বাগান মালিক কালাপাড়া গ্রামের মোকলেছুর রহমান ও কাঁঠালবাড়ি গ্রামের আয়নাল হক জানান এবার বাগান জুড়ে লিচুর বাম্পার ফলন হওয়ার কথা। এখনও লিচুর কড়ি গুলো ভাল আছে । সেথানে কোন রোগ বালাই দেখা দেয়নি। তারা জানান, অনুকূল আবহাওয়া ও ঠিকমত কীটনাশক প্রয়োগ করায় এবার লিচুর কড়িতে তেমন রোগবালাই ও পোকার আক্রমন হয়নি। সবে তাদের বাগানের লিচু কেবল কড়ি হয়ে ওঠেছে । পরিপুষ্ট হতে আরো এক দেড় মাস লাগবে। তাদের বাগানে গড়ে প্রায় ৫০/৬০ টি করে লিচু গাছ রয়েছে। চাইনা-৩,৪, বোম্বাই, বেদেনা, মাদ্রাজি সহ বিভিন্ন জাতের লিচু রয়েছে তাদের বাগানে। তাদের প্রত্যাশা দেড় থেকে দুই লক্ষ টাকায় লিচু গুলো বিক্রি হবে । এছাড়া লিচুর জমিতে ধানের আবাদ তো রয়েছে। সেখানেও আরো বাড়তি লাভের আশা।

দেখা হয়েছে: 328
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪