|

বাগমারায় শর্ট সার্কিটের আগুনে খামারীর ৪টি গরু মারা গেল

প্রকাশিতঃ ৭:১৪ অপরাহ্ন | জুলাই ০৩, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে গরুর খামারের ৪টি গরু পুড়ে মারা যায়। উপজেলার গোবিন্দপারা ইউনিয়নের রুহিয়াপাড়া এলাকার আব্দুল জব্বার আলীর গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ৪টি গরু পুড়ে মারা যায়। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ঐ খামারির ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান। আব্দুল জব্বার জানান,শুক্রবার রাত সাড় ১২ টার দিকে তার গরুর খামারে অগ্নিকান্ডের সুক্রপাত হয়।এবং আগুনের ভয়াবহতার কারণ তারা কিছু বুঝে ওঠার আগেই খামারে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুনে পুড়ে যায় ৪টি, গরু। ভয়াবহ আগুনে আমাদের সবকিছু কেরে নিল অবশিষ্ট আর কিছু রইলনা। আমরা এখন কি ভাবে বাচবো,আমরা সরকারের সহযোগিতা চাই। প্রতিবশীরা জানান, আগুন লাগার পর আমরা খামারে এসে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু আগুন বেশি থাকায় কাছে যেতে পারেনি। তবে ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছানোর কারণে ৪টি গুরু পড়ে মারা য়ায়। এবং আগুন লাগার দেড় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তারা। এবিষয়ে বাগমারা ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মিজানুর রহমান জানান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গরু গুলোকে মাটির নীচে পুতে ফেলা হয়েছে। অগ্নিকান্ডের ক্ষতিতে ঐ খামারি মানসিক ভাবে ভেঙ্গে পরেন। এবং আসন্ন কোরবনির বাজারে গরু গুলো বিক্রি করতেন তিনি।

দেখা হয়েছে: 205
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪