|

বাগমারায় সলেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার

প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ন | অক্টোবর ৩১, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৮-১৯ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী শনিবার (২ নভেম্বর ২০১৯) হতে যাচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও দেয়া হচ্ছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। উপজেলার শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতা মনোভাব নিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এজন্যই এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। তবে এক যুগেরও বেশি সময় ধরে সংবর্ধনার আয়োজন করে আসছেন সালেহা-ইমারত ফাউন্ডেশন। ইতোপূর্বে যে সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে তারা এরই মধ্যে উচ্চতর ডিগ্রী অর্জন শেষে দেশে-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে আত্মনিয়োগ করেছে। শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাঃ মোকবুল হোসেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

দেখা হয়েছে: 429
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪