|

বাগমারায় সাজাপ্রাপ্ত জেএমবি ক্যাডার পেলো সেরা সমবায়ীর পুরস্কার

প্রকাশিতঃ ১০:৪০ অপরাহ্ন | নভেম্বর ০৫, ২০১৯

রাজশাহী নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় ৪৮ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কারে ভূষিত হয়েছেন কুখ্যাত জামায়াত শিবিরের ক্যাডার, বাংলা বাহিনীর কিলার গ্রুপের নেতৃত্বদানকারী ২২ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হালিম ওরফে বোমা হালিম ওরফে সুদারু হালিম(৫২)। তিনি ভবানীগঞ্জের গোডাউন মোড়ে চড়া সুদ ভিত্তিক প্রতিষ্ঠান আত-তিজারা লি: এর চেয়ারম্যান। গত শনিবার ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অধিদপ্তরের এক অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন আলীর হাত থেকে আব্দুল হালিম শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন। পর দিন ছবিসহ এই ঘটনার উপর নিউজ বিভিন্ন অনলাইন ও সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নিন্দার ঝড় বইতে শুরু করে। ক্ষোভে ফেটে পড়েন গোটা উপজেলাব্যাপী স্থানীয় প্রবীন আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধারা। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমানে আওয়ামীলীগ সরকার কঠিন চ্যালেঞ্জ ও ঝুকি মোকাবেলা করে চলেছে। দলে হাজারো অনুপ্রবেশকারীর কারণে একের পর এক ন্যাক্কার জনক ঘটনায় যেখানে সরকার চরম বিব্রত হয়ে পড়েছে। সেখানে কী করে আব্দুল হালিমের মত এক কুখ্যাত জামায়ত শিবির ও জেএমবি’র ক্যাডারের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় একাধিক জেএমবি হামলার শিকার ভুক্তভোগীরা জানান,২০০৪ সালে বাংলা বাহিনী বাগমারাসহ আশেপাশের এলাকায় নারকীয় তান্ডবলীলা শুরু করলে তৎকালীন শিবিরের ক্যাডার আব্দুল হালিম বাংলাবাহিনীর সাথে যোগ দেন। সেসময় তিনি শিবিরের রগকাটা ও বোমা ফাটানোর কৌশল কাজে লাগিয়ে একের পর এক তান্ডব চালাতে থাকলে বাংলা ভাই তাকে তার উপদেষ্টা হিসাবে গ্রহন করেন বোমা হালিম উপাধিতে ভুষিত করেন। এভাবেই বোমা হালিম একের পর বোমা ফাটিয়ে ও রগ কেটে বাগমারা এলাকায় অন্তত ২২ টি হত্যাকান্ড সংগঠিত করেন। পরে এই বোমা হালিমের নেতৃত্বেই দ্বীপপুরের হাসানপুরের ফজলুর রহমানকে কথিত চরমপন্থী আখ্যা দিয়ে বাংলা ভাইয়ের হামিরকুৎসা চর্চার সেলে এনে গাছের সাথে টাঙ্গিয়ে হকিষ্টিক দিয়ে পিটিয়ে চিরতরে পুঙ্গ করে দেওয়া হয়। পরে ফজলুর রহমান এখানে সেখানে সাহায্য সহযোগিতা করে বছরব্যাপী চিকিৎসা করে কিছুটা সুস্থ হয়ে ২০০৫ সালে ক্যাডার হালিম, বাংলা ভাই ও তাদের গড ফাদার তৎকালীন টেলিফোন মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকসহ ৬৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন এই মামলা চলার পর জেলা জজ আদালতে হালিম বাংলা ভাই সিদ্দিকুর রহমান,ব্যারিষ্টার আমিনুলসহ ৩৬ ক্যাডারের যাবজ্জীবন কারাদ্বন্ড হয়। পরে ওই মামলায় আসামীরা উচ্চ আদালতে জামিন লাভ করেন। এর পর আব্দুল হালিম সম্পূর্ন ভোল পাল্টিয়ে সাদু সেজে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে এসে আস্তানা গড়ে শুরু করেন উচ্চ সুদের ব্যবসা। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আত-তিজারা লি:। স্থানীয়রা জানান, আব্দুল হালিম খুবই গরীব ঘরের সন্তান। উপজেলার গনিপুর ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা। তিনি বাংলা ভাইয়ের অভিযানে নেমে সে সময় ব্যাপক লুটপাট ও চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি বনে যান। পরবর্তীতে ওই টাকা দিয়ে ভবানীগঞ্জ এসে সুদের ব্যবসা চালু করেন। এভাবে হালিম হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। বর্তমানে তিনি গোডাউন মোড়ে একটি হজ্ব এজেন্সিও চালু করেছেন। এর মাধ্যমে তিনি ধর্মপ্রান মুসলমােেনর টাকায় প্রতিবছর মাংনা হজ্ব করে থাকেন। এ দিকে আব্দুল হালিমের এই ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রাপ্তীর বিষয়ে জানতে চাইলে দ্বীপুরের পুঙ্গ ফজলুর রহমান ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, বাংলা ভাইয়ের নির্যাতনে আমি যে কষ্ট পেয়েছি আজ হালিমের মত কুখ্যাত ঘৃনিত ব্যক্তির হাতে এমন ক্রেষ্ট দেখে তার চেয়ে কষ্ট পেলাম। আমি এখানকার সমবায় কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানন্ত্রীর কাছে হালিমের এই ক্রেষ্ট ও সনদপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন জানালাম। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাগমারা উপজেলা আওয়ামীলীগকে গিলে খাওয়ার জন্য এক হালিমই যথেষ্ট। তিনি উপজেলা সমবায় কর্মকর্তাকে একজন ঘুষখোর ও দূর্নীতিবাজ আখ্যায়িত করে বলেন, তিনি (আলাউদ্দিন) ইউএনওকে ভুল বুঝিয়ে এবং হালিমের কাছে মোটা অংকের টাকা নিয়ে তাকে শ্রেষ্ঠ সমবায়ী সাজিয়েছেন। তিনি আরো প্রশ্ন ছুড়ে বলেন, তার স্ত্রী জাহানারা বেগম উপজেলা কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হয়ে কী করে উপজেলা ও জেলা আওয়ামীলীগের পদ ধারন করে থাকেন। তিনি এই ঘটনায় স্থানীয় এমপিকে দোষারোপ করে বলেন, এমপি এনামুলের কারণেই জাহানার বেগম সরকারি চাকুরী করেও আওয়ামীলীগের পদ ধারন করে আছে এবং তার স্বামী সমবায় কর্মকর্তা হয়েও একজন জেএমবি ক্যাডারকে ক্রেষ্ট প্রদান করার দৃষ্টতা দেখিয়েছে। এ বিষয়ে বাগমারার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী জানান, এটা জেনে শুনেই করা হয়েছে। হালিম মানে জামায়াত শিবির, হালিম মানেই জেএমবি। তার পরও তাকে ক্রেষ্ট দেওয়া হচ্ছে শ্রেষ্ঠ সমবায়ী বানানো হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত সবারই বিচার হওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন আলী জানান, হালিম যে এত বড় দাগী অপরাধী এটা আমার জানা ছিল না। তবে তিনি অপরাধী যত বড়ই হোন না কেন তার প্রতিষ্ঠানটি ভাল করায় তাকে ওই পুরস্কার দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, তিনি(আলাউদ্দিন) সমবায় কর্মকর্তা এ বিষয়ে আমাকে কোন কিছু জানাননি। আমার কোন পরামর্শও নেননি। তিনি কাকে প্রথম করেছেন না করেছেন তার দায় দায়িত্ব সম্পর্ন তার।

দেখা হয়েছে: 448
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪