|

বাগমারায় হাটের দখলে থাকা স্কুল মাঠ উদ্ধার করলেন এমপি এনামুল হক

প্রকাশিতঃ ১০:৩৪ অপরাহ্ন | নভেম্বর ০২, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দির্ঘদিন ছিলো হাটের দখলে। এ খেলার মাঠটি ফাঁকা করতে দিনের পর দিন শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর রাজশাহী ৪- বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শনিবার বিকেলে সেখানে উপস্থিত হয়ে একটি প্রীতি ফুটবল টুর্ণামেন্টের মধ্যেদিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার জনসাধারনের জন্যই মাঠটি উন্মুক্ত করে শিক্ষার্থীদের দাবীর বাস্তবায়ন করেন। এবং খেলা উপলক্ষে সেখানে এক পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাংসদের পত্নী মিসেস তহুরা হক,উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন,মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন প্রমুখ। এসময় খেলায় বাগমারার ভবাণীগঞ্জ ফুটবল একাডেমি বনাম মোহনপুরের জাহানাবাদ ফুটবল একাডেমি অংশ গ্রহণ করে। এবং ১-০ গোলের ব্যাবধানে জয়লাভ করে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। খেলা শেষে জয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কারের পাশাপাশি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে ৫ হাজার এবং রানার আপ দলের হাতে ৩ হাজার টাকা প্রদান করা হয়। সেই সাথে গোলদাতাকে ১ হাজার টাকা উপহার দেয়া হয়। খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এদিকে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দির্ঘদিন হাটের দখলে থাকা মাঠটি উদ্ধার করে সেখানে উপযোগি করতে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করা হয়।

দেখা হয়েছে: 785
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪