|

বাগমারায় হিটস্ট্রো আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিতঃ ১০:৫১ অপরাহ্ন | এপ্রিল ২২, ২০২৪

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় হিটস্ট্রো রোগে আক্রান্ত হয়েয়ে মন্টু (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২এপ্রিল) দুপুরে গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে ভুট্টা খেতে কাজ করার সময় তার মৃত্যু হয়। সে জামালপুর গ্রামের মোসলেম আলীর ছেলে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, সোমবার সকালে কৃষক মন্টু বাড়ির পার্শ্বে ভুট্টা ক্ষেতে কাজ করতে যায়। বেলা সাড়ে ১২টার দিকে স্ত্রী ভুট্টা খেতে কাজ করা স্বামীর জন্য পানি নিয়ে আসেন। তিনি স্বামীকে খেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে আসেন। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তীব্র গরমের কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এর আগে কোনো রোগ ছিল না। ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আবদুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

দেখা হয়েছে: 33
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪