|

বাগমারা ঝিকরায় স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা

প্রকাশিতঃ ৯:২৫ পূর্বাহ্ন | এপ্রিল ০৬, ২০২১

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে স্বাস্থ্য বিধি মেনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কতৃক মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ই এপ্রিল ২০২১ সোমবার) বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলা ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা আফিস কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিকরা ইউনিয়ন মুুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজাল হোসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী। এ সময় আরো উপস্তিত ছিলেন সাইফুল ইসলাম উজ্জল আহবায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাগমারা উপজেলা। ডি এম নাজমুল হক সদস্য সচিব মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাগমারা উপজেলা। প্রভাষক ফখরুদ্দিন মোহাঃ আগা খাঁন যুগ্ম-সদস্য সচিব মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাগমারা উপজেলা। রাশেদ কবীর প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাগমারা উপজেলা। মোঃ মাহাফুজুর রহমান সদস্য, মোঃ বাবুল ফৌজদার সদস্য, মোঃ শাহাজান আলী সদস্য, মোঃ নুরশাদ আলী সদস্য, মোঃ আলতাাফ হোসেন সদস্য, আব্দুুল হালিম মুক্তিযোদ্ধা সন্তান প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম প্রামানিক বক্তব্যে বলেন, ৭১এর পরাজিত শক্তি একসময় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। আজ সেই পরাজিত শক্তির সন্তানেরা মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এরাও সফল হতে পারবে না। আমরা আন্দোলনের মাধ্যমে এসব ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেব। মতবিনিময় শেষে লাখো শহীদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দেখা হয়েছে: 407
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪