|

বাগমারা প্রেসক্লাবের সভাপতির দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা

প্রকাশিতঃ ৫:৩১ অপরাহ্ন | মার্চ ০৮, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলকে একটি ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বাগমারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারেরর পর থেকে তিনি জেল হাজতে রয়েছেন। গতকাল মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২ টায় বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভার মাধ্যমে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলকে দ্রুত জামিনে মুক্তির দাবি জানিয়ে সহ সভাপতি এস.এম. শামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা একুশে টিভির রাজশাহীর বিভাগীয় প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ মামুন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সাধারণ সম্পাদক মমিনুল হক সবুজ, মাহফুজুর রহমান, রাশেদুল হক ফিরোজ, দপ্তর সম্পাদক আবকর আলী, সাংবাদিক শামীম রেজা। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম হাসান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সদস্য আবু বাক্কার সুজন, ফারুক আহমেদ, আনোয়ার হোসেন, রতন কুমার প্রমুখ। উল্লেখ্য, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা বিগোপাড়া এলাকার ইটভাটার মালিক জনৈক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজশাহীর আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। যা ষড়যন্ত্রমূলক বলে দাবি জানিয়েছেন বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আলতাফ হোসেন মন্ডলের পরিবারের পক্ষ থেকে মহামান্য আদালতে জামিনের আবেদন করলেও অদৃশ্য কারনে জামিন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার।

দেখা হয়েছে: 89
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪