|

বাঘায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

প্রকাশিতঃ ৬:১৭ অপরাহ্ন | মার্চ ২৩, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাঘায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার আরিফপুর এলাকায় একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।নিহতর নাম রিপা আরা ওরফে সীমা বেগম (৩৫)। তার বাবার নাম আতব আলী সরকার । সে বাঘা উপজেলা সদরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এবং তিনি মাঝে মধ্যে পিতা আতব আলী সরকারের বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের বাড়িতে যেতেন। তার কী হয়েছিল তা প্রাথমিকভাবে পুলিশসহ স্থানীয় কেউ কিছু নিশ্চিত করতে পারেনি। তবে তাকে হত্যা করে বিলের মধ্যে আরেন আলীর আম বাগানে লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় তার গলায় আঘাতের চিহ্ন ও মুখে বিষ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। তবে এ ঘটনায় জড়িতদের মঙ্গলবার বিকাল পর্যন্ত শনাক্ত করা যায়নি। এবিষয়ে বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী জানান, সীমা উপজেলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালে এই বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমবাগানে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটঁনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সীমার মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি নিশ্চিত করে বলা যাবে। তারা বিষয়টি তদন্ত করেও দেখছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হযেছে বলেও জানান তিনিা।#

দেখা হয়েছে: 279
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪