|

আবার রাজধানীতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

প্রকাশিতঃ ৩:৫৮ অপরাহ্ন | জানুয়ারী ১২, ২০১৯

অনলাইন বার্তাঃ

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেমে নেই।

শনিবার ঢাকার ভাষানটেক, শেওড়াপাড়া ও মিরপুর বাংলা কলেজের সামনে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ফলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, ভাষানটেক এলাকার তামান্না গার্মেন্টসের শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করে। পরে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধু হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

মিরপুর থানার ওসি দাদন ফকির জানান, শেওড়াপাড়ার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। ফলে রোকেয়া সরণি দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে।

দেখা হয়েছে: 513
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪