|

বিদ্যুৎ বিড়ম্বনায় বিক্ষুদ্ধ চুরখাইয়ের শতাধিক পরিবার

প্রকাশিতঃ ৭:০৭ অপরাহ্ন | ডিসেম্বর ১৭, ২০১৯

বিদ্যুৎ বিড়ম্বনায় বিক্ষুদ্ধ চুরখাইয়ের শতাধিক পরিবার

মোঃ কামাল, ময়মনসিংহঃ “ও মানিক কি বাত্তি জ্বালাইলি সবতো ফকফকা” ৮০ দশকের এই বিজ্ঞাপনটি এখন আর চলে না। কারণ এখন দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। ঘরে ঘরে বিদ্যুৎ বর্তমান সরকারের অঙ্গিকার। তবে ময়মনসিংহ চুরখাইয়ের একটি গ্রামে ফিলিপস লাইট লাগিয়েও আলোর দেখা মিলছে না।

খাম ছাড়া গাছের উপর দিয়ে একতারে টানা হয়েছে বিদ্যুতের লাইন। লো ভোল্টেজে জ্বলেনা লাইট, ঘুরে না ফ্যান। প্রতিমাসে বিল আসলেও বিদ্যুৎ সুবিধা পাচ্ছেনা ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই মধ্যপাড়া বাগানবাড়ী এলাকার শতাধিক পরিবার।

কম বোল্টেজের কারণে বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট, তার পুড়ে যাওয়াসহ নানা বিড়ম্বনায় গ্রামবাসীকে প্রতিমাসেই গুনতে হচ্ছে মিস্ত্রি খরচ। দিনের বেলা যেনতেনভাবে চললেও রাতে কোন কাজই করেনা এ বিদুৎ লাইন। স্কুল কলেজের শিক্ষার্থীরা বিদ্যুৎ লাইন থাকা সত্বেও হারিকেন, চার্জ লাইটের আলোয় পড়ালেখা করে। নিজেদের কষ্টের কথাগুলো অভিযোগ তুলেই জানাচ্ছিলেন ভুক্তভোগী গ্রামবাসী।

ভুক্তভোগী মনসুর বলেন, আমি গত মাসে ১৮৫ টাকা বিদুৎ বিল দিয়েছি। আমার ঘরে ২টি ফ্যান ২ টি লাইট আছে। কিন্তু লাইট, ফ্যান না চলেই এই বিল দিতে হচ্ছে। একই অভিযোগ করেন আলতাফ, সাত্তার আকন্দ। তারা আরও অভিযোগ করেন দিনের বেলা ফ্রিজ চলে না, রাতে চলে। এরকম সমস্যা নিয়েই দীর্ঘ ৬ বছর যাবৎ আমরা মধ্যপাড়া বাগানবাড়ী এলাকার মানুষ দিন পার করছি।

একই গ্রামের সুরুজ আলী বলেন, এখানে বিদ্যুতের লাইন নিতে আমাদের টাকায় তার, খাম কিনা হয়েছে। লাইন প্রতি ৬-৭ হাজার টাকা করে নিয়েছে বিদ্যুতের লোক। দিয়েছে একটি করে মিটার। বিদুৎ ব্যবহার না করেও বিল দিতে হচ্ছে আমাদের।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ পিডিপি ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ওই এলাকার বিদ্যুতের কোন সমস্যাই থাকবে না। নতুন লাইনের জন্য একটি প্রজেক্ট ধরা হয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজ ধরা হবে। কোন প্রকারের লো ইস্ট্যান্ডার্ড থাকবে না।

দেখা হয়েছে: 321
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪