|

বিরামপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১৪

প্রকাশিতঃ ৬:৫৬ অপরাহ্ন | এপ্রিল ০৬, ২০২০

বিরামপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১৪

মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরের খিয়ার মামুদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৪ জন আহত।

বিরামপুর উপজেলার খিয়ারপাড়া মামুদপুর গ্রামে মৃত দুলিমুদ্দিন এর পুত্র মোঃ জামাল উদ্দিন (৬০) এর বিরামপুর থানায় সোমবার দায়েরকৃত অভিযোগের সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলায় খিয়ারম মামুদপুর মৌজার জেএল নং-২৬৩, খতিয়ান এসএ-১১৫, দাগ নং- ৩৭৪, জমির পরিমাণ- ৩.৯৯ একরের মধ্যে ১.৮৮ একর।

উক্ত তফশিল বর্ণিত জমি দীর্ঘদিন ধরে মোঃ জামাল উদ্দিন ভোগ দখল করে আসছে। একই গ্রামের প্রতিপক্ষ মোঃ আবুল কাশেম (৪৮), মোঃ সবুজ (৬০), মোঃ জয়বর (৪৫), মোঃ জয়নাল (৪২) সকলের পিতা- মৃত দমেজ আলী মন্ডল, মোঃ মনির হোসেন (২২), পিতা মোঃ আবুল কাশেম, মোঃ সবুজ আলী, মোঃ আংজন আলী (২২), উভয়ের পিতা- মোঃ সফুর, মোঃ আব্দুল খালেক (২৩), পিতা- মোঃ জয়বর, মোঃ সৈকত (২০), পিতা- মোঃ জয়নাল, মোঃ হাসিনুর (২৭), মোঃ কবির হাসান মামুন (২৫), মোঃ বুলবুল হোসেন (৩৫), মোঃ শুকুর আলী (৩২), উভয়ের পিতা- মোঃ কাজেম উদ্দিন, মোঃ কাজেম উদ্দিন, মোঃ তাইজুল ইসলাম (৪০), মোঃ উজির (৪৫) সকলের পিতা- মৃত আছিমুদ্দিন ধোদা।

তারা গত ০২/০৪/২০২০ ইং তারিখে বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় লাঠিসোটা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঐ ব্যক্তিরা তার জমিতে গিয়ে জামাল উদ্দিনের ছেলে সহোদর ভাই বোন ভাতিজাদেরকে বেদম মারপিট করে এবং হত্যার চেষ্টা চালায়। এই ঘটনায় জামাল উদ্দিনের ১৪জন লোক মারাত্মকভাবে আহত হলে তারা বাঁচার জন্য চিৎকার করলে ঐ দিন ঘটনাস্থলে আশপাশের লোকজন এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিরামপুর হাসপাতালে পরে তাদের অবস্থার অবনতি ঘটলে রংপুর ও নওগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহতরা হলেন জামাল উদ্দিন মন্ডল, পিতা- দলিমউদ্দিন, কোবাদ আলী মন্ডল, কামাল উদ্দিন মন্ডল, খেতাব আলী মন্ডল উভয়ের পিতা- দলিমুদ্দিন মন্ডল, সুজন, পিতা- কোবদ আলী, আব্দুর রাজ্জাক, পিতা- জামান, মোছাঃ ময়না, মোঃ গোলজার, উভয়ের পিতা- দলিমুদ্দিন, আছিয়া, স্বামী- খেতাব আলী, নাছিমা- স্বামী- ওলিমুদ্দিন, মোছাঃ বহিরন, স্বামী- কোবাদ আলী মন্ডল, নুরছাপা, পিতা- দলিমুদ্দিন, তারিকুল, পিতা- কোবাদ আলী, আছিয়া- স্বামী- কোবাদ আলী।এদের মধ্যে আছিয়া, ময়না ও নাছিমা গুরুত্বর অবস্থা।

এ ব্যাপারে মোঃ জামাল উদ্দিন বাদি হয়ে ১৬ জনকে আসামি করে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন, যাহার মামলা নং- ০৯, তারিখ- ০৬.০৪.২০২০্ ইং। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি জানান, মামলা হয়েছে, তদন্ত স্বাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 377
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪