|

সৈয়দপুরে বিশ্ব বন্য প্রাণি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিতঃ ২:৩৬ পূর্বাহ্ন | মার্চ ০৪, ২০১৮

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

বাঘ গোত্রীয় প্রাণিরা বিপদাপন্ন, এদর রক্ষায় এগিয়ে আসুন’- এবারের প্রতিপাদ্যে বিশ্ব বন্য প্রানি দিবসে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মার্চ) দুপুরে শোভাযাত্রাটি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে ওই প্রতিষ্ঠান চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেতুবন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবু, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার এভিপি ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি জোবায়দুর রহমান শাহীন, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি, সংগঠনের অর্থ সম্পাদক মোরসালিন সুমন প্রমুখ।

অনুষ্ঠানে পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিন জনকে পরিবেশ বান্ধব মাল্টার চারা উপহার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন শিক্ষার্থী মিমি, সিফাত ও তানিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক আব্দুল্লাহ-আল কাফি।

দেখা হয়েছে: 382
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪