|

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই

প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ন | মে ১৮, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট প্রবিন সাংবাদিক ও লেখক মাহতাব উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার ধানমন্ডিতে তার ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে দিপ্ত ইসলাম। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাবার বুকে ব্যথা উঠার কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বা ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাঙালি সাহিত্যে বিএ সম্মাননা লাভ করেন এবং ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপ এবং গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের পর তিনি মুক্তিযুদ্ধে গবেষণা করেন এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের সমর্থন প্রদান করেন। ৯০ এর দশকে তিনি সাপ্তাহিক গণখবরের সম্পাদক হিসেবে কাজ শুরু করেন যা যুদ্ধের নায়কদের অসাধারণ গল্প প্রকাশ করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং মুক্তিযুদ্ধে গবেষণা পত্রিকা ও বই রচনা করেন। তিনি রাজশাহী শহরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য প্রথম আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেন। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের মাসিক বরাদ্দ প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তিনি দেশপ্রেম বিক্রি করতে পারছেন না। এবং তিনি রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক লাল গোলাপের প্রধান সম্পাদক ছিলেন।এদিকে,সাংবাদিক মাহতাবের মৃত্যুতে দৈনিক লাল গোলাপের পরিবার ও মেট্রোপলিটন প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে রুহের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।#

দেখা হয়েছে: 304
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪