|

বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিতঃ ১০:১১ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৭, ২০১৮

বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

বেনাপোল সীমান্তে পাচারের সময় ২৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।শুক্রবার সকালের দিকে বেনাপোল সীমান্তের বারোপোতা মাঠে থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্ত পথে চোরাকারবারীরা বিপুল পরিমাণে ভারতীয় পণ্য পাচার করছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে সীমান্তের বারোপোতা মাঠে পাচারকারীদের ধাওয়া করে।

এসময় তারা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ২৮০ পিস ভারতীয় শাড়ি ও ৬ হাজার ৫০০ পিস চশমার একটি চালান জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মালামালের মূল্য ২৬ লাখ ১০ হাজার টাকা বলে তিনি জানান।এবং জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

দেখা হয়েছে: 538
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪