|

বেনাপোল সীমান্তে ৩০পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

প্রকাশিতঃ ২:১১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০২০

বেনাপোল সীমান্তে ৩০পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

সোহেল রানা, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে ৩০পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার সকালে পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের গ্রামের আজিজুল ধোপার ছেলে রনি (৩৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪)।

বিজিবি সূত্রে জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বড়আঁচড়া গ্রামে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩০পিস স্বর্ণের বারসহ রনি ও ইকবালকে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

দেখা হয়েছে: 344
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪