|

বেফাকের ফল প্রকাশ, পাশের হার ৭৬.৬৯

প্রকাশিতঃ ৩:৪৭ অপরাহ্ন | জুন ০৭, ২০১৮

বেফাকের ফল প্রকাশ, পাশের হার ৭৬.৬৯-result

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪১তম কেন্দ্রীয় পরীক্ষার (১৪৩৯ হিজরি, ২০১৮ইং) ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বেফাক কর্তৃপক্ষ।

বেফাকের পরীক্ষা পরিদর্শক মাওলানা আতিকুল ইসলামের বরাতে জানা যায়, সকাল ১১ টায় ঢাকাস্থ যাত্রবাড়ী কাজলা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৪১ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ফল ঘোষণা করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস। উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসূফসহ অনেকে।

১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশের ৪৬৬টি পুরুষ ও ৫৪৬টি মহিলা কেন্দ্রে হিফজ ও কেরাতসহ মোট ছয়টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ১৯ হাজার ৫৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে পাশের হার ৭৬.৬৯।

স্টারমার্ক পেয়েছে সর্বমোট ৪৮৮৯। মুমতাজ ১৭১২৯। জায়্যিদ জিদ্যান ২০৫১৯ জায়্যেদ ২০৩৯২ মকবুল ৩০৬৮৭, সর্বমোট পাশ ৮৮৭২৬।

পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

ফলাফলে কারো অসন্তুষ্টি থাকলে বা পুনরায় ফল বিবেচনা করতে চাইলে ফল প্রকাশের পর পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা যাবে।

দেখা হয়েছে: 660
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪