|

বোদায় প্রক্সি শিক্ষক দিয়ে চলছে প্রাইমারির পাঠদান

প্রকাশিতঃ ৩:৩৬ অপরাহ্ন | অক্টোবর ১১, ২০১৮

বোদা

মোঃ তোফাজ্জল হোসেন, বোদা পঞ্চগড়ঃ

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে প্রক্সি শিক্ষক দিয়ে। উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেকা যায়,৬জন শিক্ষক কর্মরত রয়েছেন।

২জন ডেপুটেশনে ১জন পিটিআই ট্রেনিংয়ে প্রধান শিক্ষক সম্বনয় সভা নিয়ে ব্যস্ত। আসরাফুন নেছা নামের শিক্ষিকা অসুস্থ্য তবে তিনি একজন ভোলেন্টিয়ার শিক্ষক হিসেবে মিনতি রানীকে মাসিক ৪হাজার টাকার চুক্তিতে গত মার্চ মাস থেকে অদ্যাবধি পাঠদানের দায়িত্ব পালন করাচ্ছেন।

তবে মোস্তাক হোসেন একজন শিক্ষক নিবেদিত প্রাণ হয়ে ওই বিদ্যালয়ে পাঠদানে আলো ছড়াচ্ছে। দায়িত্ব প্রাপ্ত এটিও আমেনা বেগম প্রক্সি শিক্ষকদিয়ে স্কুল চলেছে বিষয়টি তিনি জানেনই না। অসুস্থ্য শিক্ষিকা মাঝে মাঝে বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এভাবে প্রতিমাসে বেতন উত্তোলন করছেন অব্যাহত ভাবেই।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টিও-এটিও দের উদাসিনতা ও শিক্ষকদের অবহেলার কারণেই ৮৩ বছরের বিদ্যালয়টি বর্তমানে চরম ইমেজ সংকটে পড়েছে।

এব্যাপারে তদারকির দায়িত্বে থাকা এটিও আমেনা বেগম জানান, প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান করা হচ্ছে এমন সংবাদ আমার জানা নেই। তবে এভাবে প্রক্সি শিক্ষকদিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের কোন নিয়ম নেই বলেও তিনি জানান।

দেখা হয়েছে: 555
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪