|

বোমা হামলার প্রতিবাদ: যুবলীগের কালো পতাকা মিছিল

প্রকাশিতঃ ৭:২৬ অপরাহ্ন | অগাস্ট ১৭, ২০২২

বোমা হামলার প্রতিবাদ: যুবলীগের কালো পতাকা মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে শহরের মজুপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে ঝুমুরের ইলিশ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার আয়োজনে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদ, যুবলীগ নেতা রাজু হাসান, দিপু মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এদিকে, যুবলীগ নেতা বায়েজিদ ভুঁইয়ার উদ্যোগে বিকেলে লক্ষ্মীপুর-হাইমচর সড়কে একই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেখা হয়েছে: 115
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪