|

বোরহানউদ্দিনের সেই বিপ্লবসহ তিনজন কারাগারে

প্রকাশিতঃ ১০:২৭ অপরাহ্ন | অক্টোবর ২১, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ যার ফেসবুক ম্যাসেঞ্জারে মহানবী (সা.)-কে কটূক্তির কারণে ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষ হয়েছে, সেই বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ তিনজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম তাদেরকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য দুইজন হলেন-বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের মো. ইমন (১৮) ও রাফসান ইসলাম শরীফ ওরফে শাকিল (১৮)।

এর মধ্যে শাকিলকে রবিবার পটুয়াখালীর গলচিপা এবং ইমনকে কাচিয়া থেকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

অন্য ৭-৮ জন অজ্ঞাতনামা আসামির সঙ্গে ‘পরস্পর যোগসাজশে’ ফেসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ডিজিটাল মাধ্যমে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

রবিবার বোরহানউদ্দিন থানায় ‍উপপরিদর্শক দেলোয়ার হোসেন তাদের বিরুদ্ধে আইটি আইনে মামলাটি করেন। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

দেখা হয়েছে: 530
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪