|

ভাতার টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার প্রতারক

প্রকাশিতঃ ২:০৫ পূর্বাহ্ন | জুন ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে ভাতার টাকা প্রতারণা করে আত্মসাৎ করায় এক প্রতিবন্ধীর দায়ের করা মামলায় সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম-দপ্তরী ও বিকাশ ব্যবসায়ী মো.মকবুল হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সিংরইল আগপাড়া গ্রামের ফালান মিয়ার পুত্র।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল গ্রামের প্রতিবন্ধী আব্দুছ ছালামের ভাতার ১২হাজার ১শ ১১ টাকা মকবুল হোসেন তার বিকাশ দোকান থেকে প্রতারণা করে আত্মসাৎ করেন।

পরে ভাতার টাকা আত্মসাৎ করার বিষয়টি জানতে পেরে প্রতিবন্ধী ছালাম নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। সেই মামলাই আসামি করা হয় মকবুল হোসেনকে। পরে বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, প্রতারণার মামলায় মকবুল হোসেনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

দেখা হয়েছে: 268
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪