|

ভিজিডি সুবিধাভোগীরা পাচ্ছেন না সঞ্চয়ের টাকা!

প্রকাশিতঃ ৪:০১ অপরাহ্ন | মে ০৩, ২০২১

ভিজিডি সুবিধাভোগীরা পাচ্ছেন না সঞ্চয়ের টাকা!

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার ধুনট উপজেলায় ভিজিডি কার্ডধারী দুস্থ, অসহায় নারীরা ব্যাংকে জমাকৃত তাদের সঞ্চয়ের টাকা ফেরত পাচ্ছেন না। ফলে আর্থিক সংকটে পড়ে এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে এ উপজেলার ১০ ইউনিয়নে ভিজিডি কার্ডধারী দুস্থ, অসহায় নারী ছিল ২ হাজার ৪৮৬ জন। দুই বছরের জন্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তাদের সুবিধাভোগী নির্বাচিত করেন। সরকারি বিধিমোতাবেক এসব ভিজিডি কার্ডধারীরা নিজ নিজ নামে ব্যাংক এশিয়া ধুনট শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। প্রতিমাসে ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাল উত্তোলনের সময় তারা ২০০ টাকা করে ওই ব্যাংকের সঞ্চয় হিসাব নম্বরে জমা করেন।

গত ২০২০ সালের ডিসেম্বর মাসে তাদের ভিজিডি কার্ডের মেয়াদ দুই বছর পূর্ণ হয়। ফলে ২০২১ সালের জানুয়ারি মাসে সুবিধাভোগীদের সঞ্চয়ের টাকা সুদসহ আসল ফেরত দেওয়ার নিয়ম। এ উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে মথুরাপুর ইউনিয়নের ২৮৩ জন এবং ভান্ডারবাড়ি ইউনিয়নের প্রায় ১০০ জন ভিজিডি কার্ডধারী তাদের টাকা আজও ফেরত পাচ্ছেন না। অথচ অন্যান্য ইউনিয়নের ভিজিডি কার্ডধারীরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত পেয়েছেন।

মথুরাপুর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীরা জানান, গত দুই বছরে কার্ডের চাল নেওয়ার সময় প্রতিমাসে ২০০ টাকা করে সঞ্চয়ের জন্য জমা দিয়েছি। এক টাকা কম হলে তারা চাল আটকে দিত। মেয়াদ শেষে লাভসহ সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও ব্যাংক কর্মকর্তা টালবাহানা করছেন। এদিকে করোনা দুর্যোগের কারণে আর্থিক সংকটে পড়ে আমরা মানবেতর জীবনযাপন করছি।

উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম বলেন, এ বিষয়ে ব্যাংকের শাখা কর্মকর্তার সাথে যোগাযোগ করে কোনো কাজ হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হয়েছে।

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ধুনট শাখার কাস্টমার সার্ভিস অফিসার তৌহিদুর রহমান বলেন, করোনা দুর্যোগের কারণে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে বিলম্ব হচ্ছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেতর দেওয়ার জন্য রবিবার ব্যাংক কর্মকর্তাকে পত্র দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দুস্থ নারীরা তাদের জমাকৃত টাকা ফেরত না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 292
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪