|

সিলেটে পুলিশের হাতে ভুয়া নারী পুলিশ আটক

প্রকাশিতঃ ৩:০৪ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার থেকে জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) নামের এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে ওই ভুয়া পুলিশকে আটক করা হয়।

আটকের সময় তার পরণে পুলিশের পোষাক ছিলো। তবে পরণের পোষাকের সাথে যুক্ত নেইমপ্লেটে তার নাম লিখা ছিল পাপিয়া আক্তার।

পুলিশ জানায়, জুলি আক্তার ইভার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তবে তিনি ঢাকায় বসবাস করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের এসআই শফিক আহমদ জানান, পুলিশের পোশাক পরে সন্দেহজনকভাবে মাজার এলাকায় ঘুরাঘুরি করার সময় ওই তরুণীর কাছে পরিচয় জানতে চাওয়া হয়। তিনি পরিচয় না দিয়ে নানাভাবে কথা ঘুরাতে থাকেন। এ সময় তাকে আটক করা হয়। পরে জানা যায় তিনি ভুয়া নারী পুলিশ।

এসআই শফিক আরও জানান, আটককৃত ভুয়া নারী পুলিশকে নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

দেখা হয়েছে: 677
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪