|

মদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:৪২ অপরাহ্ন | জুন ১৭, ২০২৩

মদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব১৭)২০২৩ ইং এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় মদন পৌর সদরে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনূর্ধ্ব ১৭) উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস খালিয়াজুরি সার্কেল মোঃ রবিউল আলম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান উপজেলা ভূমি সহকারী শাহনূর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল বারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান তালুকদার শামিম সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন পৌর কাউন্সিলর গণ,গণমাধ্যম কর্মীগণ। এ ছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ৯ টি দল অংশগ্রহণ করেন। এতে নায়েকপুর ইউনিয়ন (অনূর্ধ্ব ১৭) ফুটবল দল ও ফতেপুর ইউনিয়ন (অনূর্ধ্ব১৭) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষে ট্রাইবেকারে নায়েকপুর ইউনিয়ন ৪-১ গোলে ফতেপুর ইউনিয়নকে পরাজিত করে। মাঘান ইউনিয়ন ০ চানগাঁও ৪ গোল,গোবিন্দশ্রী ইউনিয়ন ট্রাইব্যাকারে ৪-২ গোলে কাইটাইল ইউনিয়নকে পরাজিত করে। মদন পৌরসভা ট্রাইবেকারে ২-১ গোলে তিয়শ্রী ইউনিয়নকে পরাজিত করে।

উক্ত খেলাটি পরিচালনা করেন সৈয়দ নূরুল গণি গোলাপ ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান।

দেখা হয়েছে: 104
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪