|

মদনে বাড়ি সীমানা নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু

প্রকাশিতঃ ৫:১৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০২১

মদনে বাড়ি সীমানা নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু

শহীদুল ইসলাম, নেত্রকোণা: নেত্রকোণা জেলা মদন উপজেলার মদন ইউনিয়নের উচিত পুর গ্রামে গত ২৬ শে জানুয়ারী মঙ্গলবার বাড়ির সীমানা নিয়ে একই গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে সুজাত (৩৫)এর সাথে সবুজ মিয়ার ছেলে জামাল(৩০) সংঙ্গে কথার কাটা কাটি এক পর্যায়ে জামালের লোক জন আব্দুল হামিদ (৩৫), জিয়াউর (৪০), ভুলু মিয়া (৫০), শফিকুল ইসলাম (৩৫) সহ দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সুজাতের চাচা দুলালের বাড়িতে আক্রমণ চালায় এতে ঘটনাস্থলে আহত হন নেহেরা আক্তার (৪৫) মাজেদা আক্তার (৫৫), সিদ্দিকুর রহমান (৬২), মামুন (২৫), দুলাল মিয়া (৫৫) আহতদেরকে প্রতিবেশী লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ২ জনের অবস্থা অবনতি থাকায়, নেহেরা আক্তার ও মাজেদাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেণ।

ঐ দিন রাতেই নেহেরা আক্তারের স্বামী দুলাল মিয়া মদন থানা বাদী হয়ে ১১ জনের নামে মামলা দায়ের করেন। গত ৬ই ফেব্রুয়ারী রাতে নেহেরা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মদন থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান এ প্রতিনিধিকে বলেন গত ২৬ শে জানুয়ারী মঙ্গলবার বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষের ঘটনায় ১১ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আহত নেহেরা আক্তার গত ৬ই ফেব্রুয়ারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় নেহেরা আক্তারের লাশ ময়না তদন্তের পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এবং আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

দেখা হয়েছে: 459
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪