|

মধ্যরাতে চা বিক্রি না করায় দুই চা বিক্রেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম

প্রকাশিতঃ ১০:৩৬ অপরাহ্ন | জুন ২৬, ২০২১

মধ্যরাতে চা বিক্রি না করায় দুই চা বিক্রেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম

খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে মধ্যরাতে চা বিক্রি না করায় আনোয়ারা বেগম ৫১ ও তার ছোট বোন হাসি বেগম ৪৫ নামের দুই চা বিক্রেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তারই সন্ত্রাসী ভাই মাহবুব সরদার (সমীর) বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত দুইটায় গয়নাঘাটা বাস স্টানে আনোয়ারার চায়ের দোকানের ভিতরে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই থানার উত্তর বিজয়পুর গ্রামের বাসিন্দা ইসমাইল সরদার এর মেয়ে। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আতর সূত্রে জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে মাহবুব সরদার সমীর দোকানে এসে চা এর কথা বলে। চা দিতে না পারায় অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এনিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে মাহবুব সরদার সমীর তার ছেলে হৃদয়, কালু, রিমন, মেয়ে তানিয়া, স্ত্রী বিন্দি মাসি সহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন।

এনিয়ে আনোয়ারা বেগম বলেন, আমার এই সন্ত্রাসী ভাই আমাদের হত্যা করার চেষ্টা করে। ঘটনার দিন প্রাণে বেঁচে গেলেও এখন হত্যাসহ লাশ গুম করার হুমকি দিয়ে আসছে। এ নিয়ে মামলা করা হবে বলেও তিনি আরো জানান।

দেখা হয়েছে: 262
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪