|

লক্ষ্মীপুরে মাটিতে নৌকা-ফুল এঁকে ও স্মৃতিসৌধ তৈরি করে শহীদের স্মরণ

প্রকাশিতঃ ৩:২৭ অপরাহ্ন | ডিসেম্বর ১৬, ২০১৯

লক্ষ্মীপুরে মাটিতে নৌকা-ফুল এঁকে ও স্মৃতিসৌধ তৈরি করে শহীদের স্মরণ

মোঃ রুবেল হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে কাপড়ের তৈরি স্মৃতিসৌধ ও মাটিতে নৌকা-ফুল-জাতীয় পতাকা এঁকে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে এতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

সদর উপজেলার দক্ষিণ লাহারকান্দি গ্রামে ফসলী ক্ষেতে বঙ্গবন্ধু পাঠাগার নামে একটি লাইব্রেরির সদস্যরা এমন আয়োজন করেন। নিজ হাতে তৈরি স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় জাতীয় সঙ্গীত ও আওয়ামী লীগের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকাটি। চতুর্দিকে অন্ধকার থাকলেও স্মৃতিসৌধ এলাকা জলজল করছিল আলোকসজ্জায়। এটি দেখতে ভিড় জমায় আশপাশের বিপুল সংখ্যক মানুষ। পাঠাগারের সদস্যরা ছাড়াও শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পন করেন শিশু-কিশোররা।

কাপড়ের তৈরি স্মৃতিসৌধটিতে ফুল দেন বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুম মোল্লা, লাহাকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিন, সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেনসহ প্রমুখ।

লক্ষ্মীপুরে মাটিতে নৌকা-ফুল এঁকে ও স্মৃতিসৌধ তৈরি করে শহীদের স্মরণ

বঙ্গবন্ধু পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুম মোল্লা বলেন, নিজেদের তৈরি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মরণ করতে চেয়েছি। আমাদের সে স্বপ্ন পূরণ হয়েছে। এলাকাবাসীও আমাদের সহযোগীতা করেছেন। সকালে বিজয় চত্বর স্মৃতিসৌধেও পুষ্পার্ঘ অর্পন করেছি।

দেখা হয়েছে: 582
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪