|

মাদক ও চাঁদাবাজ মুক্ত আধুনিক শহর গড়বো সাংবাদিকদের সাথে-অপু

প্রকাশিতঃ ৩:৩৪ অপরাহ্ন | ডিসেম্বর ২৬, ২০১৮

মো. মহসিন রেজা, শরীয়তপুরঃ
শরীয়তপুর-১ পালং জাজিরা নির্বাচন উপ-প্রচার কমিটির আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সাবেক মেয়র আব্দুর রব মুন্সীর সভাপতিত্বে আলহাজ্ব সুলতান হোসেন মিয়া সভাকক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পালং জাজিরা শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ইকবাল হোসেন অপু মিয়া মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মুরাদ হোসেন মুন্সীর সঞ্চালনায় জেলা আইনজীবী সমিতি ভবনের আলহাজ্ব সুলতান হোসেন মিয়া সভাকক্ষে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই মুক্তি যুদ্ধের সময় সাংবাদিকরা যেমন লেখনির মাধ্যমে শক্তি যুগিয়েছেন তেমনি আমাকে আপনাদের ভাই ভেবে আমার ভূল ক্রুটি ধরিয়ে দেবেন। আমি আপনাদের সামনেই বড় হয়েছি, ভূল ক্রুটি মানুষেই করে আমি শয়তান নয়। আমি আপনাদের তথ্য সহযোগিতা নিয়ে দখলদার, মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত শরীয়তপুর শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।

এসময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের নেতা মোশারফ হোসেন তোতা মাঝী, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এড.আলমগীর হোসেন মুন্সী শ্রমিক লীগের সভাপতি এড. জহিরুল ইসলামসহ আরো আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি দৈনিক রুদ্রবার্তার সম্পাদক হাজী শহীদুল ইসলাম পাইলট, জেলা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মোঃ রোকুনুজ্জামান পারভেজ, সাধারন সম্পাদক শহীদুজ্জামান খান, চ্যানেল টুয়েন্টিফোরের কাজী নজরুল ইসলাম, চ্যানেল আইর এসএম মজিবর রহমান, ডিবিসি টিভি প্রতিনিধি বিএম ইশ্রাফিল, এনটিভি প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ সহ বেশির ভাগ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 474
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪