|

মাদক সম্পৃক্ত পুলিশ সদস্যদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আরএমপি কমিশনারের

প্রকাশিতঃ ৯:৫৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ১২, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আরএমপির নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন,সীমান্তবর্তী জেলা হওয়ায় রাজশাহীতে এখনো মাদক সমস্যা প্রকট। মাদকের কারণে নানা ধরনের অপরাধী বাড়ে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তবে পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সেবন এমনকি মাদক ব্যবসায় সস্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে মতবিনিয় কালে এই তথ্য জানান আরএমপি কমিশনার। নয়া পুলিশ কমিশনার বলেন, অহেতুক কোনো নাগরিককে হয়রানি করবে না পুলিশ। বিভিন্ন সময় পকেটে মাদক ঢুকিয়ে ফাঁসিয়ে দেয়া অভিযোগ শোনা যায়। এরকম কোনো ঘটনার প্রমাণ পেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এই নগরীর সুনাম আছে শান্তির শহর হিসেবে। এই সুনাম ধরে রাখতে হবে। কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেয়া হবে না।তিনি বলেন, আমি চাই, আমাদের পুলিশ সদস্য প্রতিটি সেবা নিয়ে জনগণের দোর গোড়ায় পৌঁছে যান। এ জন্য আমরা কমিউনিটি পুলিশের পাশাপাশি বিট পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেছি। বিট পুলিশের মাধ্যসে সেবা জনগণের দরজায় পৌঁছে যাচ্ছে। এ সময় সেবার নামে হয়রানি কোনভাবেই বরদাস্ত করা হবেনা বলেও জানান কমিশনার। এসময় মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসানসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিক প্রমুখ।

দেখা হয়েছে: 229
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪