|

মাদারীপুরে ‘জয়বাংলা’ উৎসব নিয়ে বিতর্ক! কেন্দ্রে অভিযোগ

প্রকাশিতঃ ৫:০১ অপরাহ্ন | অক্টোবর ০৩, ২০১৮

মাদারীপুরে ‘জয়বাংলা’ উৎসব নিয়ে বিতর্ক! কেন্দ্রে অভিযোগ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত্ব ‘জয়বাংলা’ উৎসব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই উৎসবে উপক্ষিত করা হয়েছে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের। ফলে চরম ক্ষোভ বিরাজ করছে নেতা-কর্মীদের মধ্যে। প্রতিবাদে সোমবার রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে অভিযোগ করেছে জেলা আওয়ামীলীগ।

সংশ্লিষ্ঠ একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী বুধবার বিকেলে সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘জয়বাংলা’ উৎসব নামে একটি উৎসবের আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের শীর্ষ কোন নেতাদের দাওয়াত করা হয়নি। রাখা হয়নি কোন দলীয় জনপ্রতিনিধিদের।

এছাড়া অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি মাদারীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য রোখসানা ইয়াসমিন ছুটিকেও। এতে ক্ষোভ বিরাজ করছে জেলা আওয়ামীলীগের মধ্যে। ফলে সোমবার রাতে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর ক্ষোভের কথা জানিয়ে অভিযোগ দিয়েছেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, অনুষ্ঠানে মাদারীপুর ১ ও ৩ এবং সংরক্ষিত আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদকে অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়নি। অতিথি করা হয়েছে বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিএনপি থেকে নির্বাচিত পৌর চেয়ারম্যানকে।

এব্যপারে মাদারীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির হলেও দুঃখের বিষয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামীলীগের নেতা-কর্মী উপক্ষিত হয়েছে। কিছু সরকারী আমলা আর বিএনপি ঘরোনা নেতাদের নিয়ে অনুষ্ঠান করার অর্থই হচ্ছে জয়বাংলা’র অনুষ্ঠানকে বির্তকিত করা। এই অনুষ্ঠানে নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্ধিতকারী বিএনপি নেতাকে অতিথি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা জানান, ‘অনুষ্ঠানটি নৌপরিবহন মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের পৃষ্ঠপোষকতায় হলেও আওয়ামীলীগের নেতাদের বাদ দিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। এতে আমরা যারা আওয়ামীলীগ করি তাদের জন্যে অপমানের। কারণ আমরা মুক্তিযুদ্ধের শক্তি, আমাদের বাদ দেয়াই প্রমাণ করে মুক্তিযুদ্ধের শক্তিকে অপদস্ত করা। আমরা আওয়ামীলীগের কেন্দ্রেীয় কমিটিকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছি।

উল্লেখ্য, আগামী বুধাবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, উদ্বোধক হিসেবে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ পাঁচজন সরকারী কর্মকর্ত ও কয়েকজন সাবেক জনপ্রতিনিধিদের বিশেষ অতিথি করা হয়েছে। অনুষ্ঠনটি আয়োজন করেছে জয়বাংলা উৎসব উদযাপন কমিটি নামের একটি ব্যক্তি নির্ভর সংগঠন।

দেখা হয়েছে: 546
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪