|

মায়ের সামনে পুলিশকর্মী মেয়েকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিতঃ ২:৫৯ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০১৮

অনলাইন বার্তাঃ

রক্ষকই ভক্ষক। প্রতিবেশীর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। অভিযোগ, অন্ধকার ঘরে তার মায়ের সামনেই সেই গৃহবধূকে ধর্ষণ করা হয়। ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার। অভিযুক্ত পুলিসকর্মী অখিল মণ্ডল ঘটনার পর থেকে পলাতক।

অভিযুক্ত অখিল মণ্ডল রায়গঞ্জ সংশোধনাগারের জেল ওয়ার্ডেন। সোমবার মাঝ রাতে সেই গৃহবধূ ঘুম থেকে উঠে শৌচালয়ে যান। সেই সময়ই বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন অখিল। বাড়ি অন্ধকার হতেই সুযোগ বুঝে ঘরের মধ্যে ঢুকে এককোণে ঘাপটি মেরে বসে থাকেন তিনি। এরপরই সেই গৃহবধূ শৌচালয় থেকে ঘরে ফিরতেই তার উপর ঝাঁপিয়ে পড়েন অখিল।

ঘরের মধ্যে তখন সেই গৃহবধূর মাও ছিলেন। কিন্তু অন্ধকার ঘরে কী ঘটছে, তা প্রথমে ঠিকমতো বুঝতে পারেননি নির্যাতিতার মা। এমনকী অভিযুক্ত অখিল মণ্ডলকে ‘নিজের জামাই’ ভেবেও ভুল করেন তিনি। পরে মেয়ের চিৎকারে সব বুঝতে পেরে দৌড়ে বাইরে বেরিয়ে এসে ঘরের দরজা আটকে দেন। এরপর চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন সেই গৃহবধূর মা।

এদিকে নির্যাতিতা গৃহবধূর মায়ের চিৎকারে ছুটে আসেন অভিযুক্ত পুলিশকর্মীর বাড়ির লোকেরা। অভিযোগ, সেই গৃহবধূর বাড়ির লোকদের ওপর চড়াও হন তারা। মারধর করে বাড়ির দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যান বাড়ির ছেলেকে। এরপর সোমবার রাতেই কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত অখিল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা গৃহবধূর পরিবার।

কিন্তু পুলিশের তদন্ত নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, ঘটনার পর দুদিন কাটতে চললেও এখন অধরা অভিযুক্ত। পাশাপাশি অভিযুক্তের পরিবার অভিযোগ তুলে নিতেও চাপ দিচ্ছে। যদিও অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ।

দেখা হয়েছে: 383
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪