|

মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ

প্রকাশিতঃ ১২:০৭ পূর্বাহ্ন | জানুয়ারী ০২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষের দিন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে। দেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে ১ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত মিরপুর ইংলিশ ভার্সন স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে নতুন বোর্ড বই বিতরণ করা হয়।

এ সময় মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এমিলি খাতুন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ্য মো. ইয়াহিয়া খান রিজন, উপাধ্যক্ষ্য মফিজুল ইসলাম খান নান্নুসহ অনেকে উপস্থিত ছিলেন।

নতুন বই বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত ভাষনে শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ্য মো. ইয়াহিয়া খান রিজন বলেন, নতুন বছরে নব আনন্দে সকল শিক্ষার্থীকে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে।

মনে রাখতে হবে, পড়ালেখা সম্পন্ন করে তোমাদেরকে দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এমনটা হওয়া অস্বাভাবিক না যে, ভবিষ্যতে এক সময় যারা দেশের নেতৃত্ব দিবে, তাদের কেউ হয়তো এই প্রতিষ্ঠানেরই কোনো এক শিক্ষার্থী হতে পারে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 1054
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪