|

মুক্তাগাছায় প্রতিবেশীর কুড়ালের কোপে গুরুতর আহত-৩

প্রকাশিতঃ ২:৩২ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০২৪

মুক্তাগাছায় প্রতিবেশীর কুড়ালের কোপে গুরুতর আহত-৩

ময়মনসিংহ প্রতিনিধি: প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের কোপে তিন জন গুরতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দুল্লা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের সাথে মোছলেম উদ্দিন গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ধে মামলা চলে আসছে। বিরোধপুর্ণ জমিটি নিজেদের দাবি করে উভয় পক্ষই একে অপরের নামে আদালতে একাধীক মামলা করেছেন। কিছু মামলা নিষ্পত্তি হলেও এখনো কিছু মামলা চলমান রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ড সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংর্ঘষের রূপ নেয়। এতে উভয়পক্ষের ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরতর আহত আঃ হান্নান (৩৫), মামুন তালুকদার (৩৩) ও শুভ তালুকদার (২২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গুরতর আহত হান্নানের ভাই মোস্তাফিজুর রহমান জানান, জমিটিতে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। তা উপেক্ষা করে প্রতিপক্ষরা জমিতে মাটি ফেলতে থাকে। এতে বাধা দিতে গেলে তারা সকলে মিলে আমার ভাইসহ তিনজনকে কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরতর আহত করে। আহতরা ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছে। বিচার পেতে থানায় মামলা দায়ের করেছি।

এ প্রসঙ্গে অভিযুক্ত ইমরান হোসেন বলেন, আমার বোন শ্রমিক দিয়ে মাটি উঠাচ্ছিল, হঠাৎ তারা এসে আমাদের ৩ জনের ‍উপর হামলা চালিয়ে আহত করেছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মারামারির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 97
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪