|

মুন্সিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমাদানের সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশিতঃ ৬:৫০ অপরাহ্ন | নভেম্বর ২৮, ২০১৮

সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ি প্রতিনিধি,
মুন্সিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমাদানের সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এসময় দুই পুলিশ সহ দুই পক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে।

বুধবার ১১টা সময় টঙ্গীবাড়ি বাজার এলাকায় পুলিশের উপস্থিতেই এ ঘটনা ঘটে।

লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা নিয়ে গঠিত আসনে এবার বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা এবং শাহ সৈয়দ সরোয়ার। বেলা ১১টার দিকে মিজানুর রহমান সিনহা টঙ্গীবাড়ি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। তার সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিকের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। আর এই নেতার কয়েকশ অনুসারী সিনহা সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিনহা সমর্থকদের লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে মল্লিকের সমর্থকরা। সিনহান সমর্থকরা রুখে দাঁড়ালে দুই পক্ষে শুরু হয় সংঘর্ষ।

মল্লিকের সমর্থকরা এক পর্যায়ে সিনহার গাড়ি লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুড়ে। তার ল্যান্ড ক্রোজার মডেলের গাড়িটি ভাঙচুরও করা হয়। এ সময় চালক গাড়িটি উপজেলা কমপ্লেক্সে ঢুকিয়ে দেন। এর পরেও দুই পক্ষের সংর্ঘষ চলতে থাকে। এ সময় অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ও বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়। আহত হয় দুই পুলিশ সদস্যও।

পরে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নিয়ে যাওয়া হয় টঙ্গীবাড়ি হাসপাতালে।
পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা ও এক যুবদল নেতাসহ ১৫ জনকে আটক করে।

অন্যরা হলেন: শাহাদাত, আমির হোসেন, সানি, বিপ্লব, আলামিন, জনি, এরশাদ, মিজানুর , শহীদ। সেখান থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

এর মধ্যেই উপজেলা রির্টানিং কর্মকর্তা হাছিনা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন সিনহা।এব্যাপারে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।

দেখা হয়েছে: 703
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪