|

মুসলমান ধর্মে মেয়েদের হাত মেলানো উচিত না: পপি

প্রকাশিতঃ ১২:৫১ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৮, ২০১৮

মুসলমান ধর্মে মেয়েদের হাত মেলানো উচিত না: পপি

অনলাইন বার্তাঃ

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি শুরু থেকেই আলোচনায়। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ অনুষ্ঠানে অতিথি হন এবং তার নানা বিষয় আলোচনায় উঠে আসে। সম্প্রতি এ অনুষ্ঠানে অংশ নেয়া চলচ্চিত্র নায়িকা পপির একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসেই তিনি উপস্থাপক জয়ের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। সেটিই এখন অনেকে শেয়ার করছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন।

অনুষ্ঠানে উপস্থাপক জয় ও পপির কথোপকোনের শুরুর অংশটা হুবুহু তুলে ধরা হল:

জয়: সেন্স অব হিউমারের সেটে স্বাগত।
পপি: ধন্যবাদ।
জয়: (নিজের হাত বাড়িয়ে) হাত কি মিলানো যাবে?
পপি: স্লামালিকুম
জয়:ওয়ালাইকুম। ওহ! আসসালামুআলাইকুম বেয়াইন সাব?
পপি: বেয়াইন সাব না। আসলে মুসলমান ধর্মে মেয়েদের…
জয়: হাত মেলানো যায় না..
পপি: হাত মেলানো উচিত না
জয়: সেজন্য তুমি আমার সাথে হাত মেলাবা না…
পপি: মনের মিল থাকলেই তো হচ্ছে…
জয়: এই মনের মিল করেই কী এত বছরের সিনেমা ক্যারিয়ার পার করে দিলে? হাত না মিলিয়েই?
পপি: যেখানে মনের মিল আপনার সাথে এত বেশি… সেখানে হাত না মেলালেই…
জয়: মানে, কোনো ভাবেই তোমার হাত ধরে তোমাকে স্বাগত জানানো যাবে না, আচ্ছা ঠিক আছে চল আমি তোমাকে আমার চেয়ারে বসিয়ে দিই।

দেখা হয়েছে: 858
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪