|

কুষ্টিয়ায় মৃত ব্যক্তির জানাজায় শুধু পরিবারের তিন সদস্য

প্রকাশিতঃ ৩:৫৪ অপরাহ্ন | মার্চ ৩১, ২০২০

কুষ্টিয়ায় মৃত ব্যক্তির জানাজায় শুধু পরিবারের তিন সদস্য

ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় সর্দি-কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় ৩০-০৩-২০২০ (সোমবার) চিকিৎসক’সহ মোট ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে মারা যাওয়া ব্যক্তির পরিবারের তিনজন সদস্য রয়েছেন।

গতকাল সোমবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বেলা সোয়া  ১ টার দিকে ভেড়ামারার ফারাকপুর গোরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। মৃত ব্যক্তির স্ত্রী জানান, গত শুক্রবার তার স্বামীর সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। আর আজ সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, তিন দিনের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। লক্ষনগুলোই ধারণা করা হচ্ছে, তার দেহে করানো ভাইরাস থাকতে পারে।

তবে লাশটি থেকে নমুনা সংগ্রহ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। লাশ সিভিল সার্জনের মাধ্যমে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ভেড়ামারায় নেওয়া হয়। সেখানে উপজেলা প্রশাসনের সহায়তায় জানাযা ও দাফন করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, সংগ্রহ করা নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে হাসপাতালের দুজন চিকিৎসকসহ আটজনকে হোম (বাড়িতে) কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) পাঠানো হয়েছে।

হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ এ.এস.এম মুসা কবির বলেন, যেহেতু সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মারা গেছে। সেহেতু করোনা সন্দেহ করা হচ্ছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) সোহেল মারুফ বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সে জীবাণুনাশক ছিটানোর পর লাশ নামানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিবারের তিনজন সদস্য জানাযায় অংশ নেন। পরে লাশ দাফন করা হয়। জানাযা নামাজে অংশ নেওয়া তিনজনকে বাড়িতে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন,  ওই ব্যক্তির কুষ্টিয়া শহরের ভাড়া করা বাড়িটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী লকডাউন (অবরুদ্ধ) করে দিয়েছেন। নমুনার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বাড়িটি ‘লকডাউন’ থাকবে।

দেখা হয়েছে: 343
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪