|

মোংলায় জেলি পুশকৃত চিংড়িসহ আটক ৬

প্রকাশিতঃ ৯:০১ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৭, ২০২১

মোংলায় জেলি পুশকৃত চিংড়িসহ আটক ৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অধিনস্ত বিসিজি স্টেশন রুপসা গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খুলনা জেলার রুপসা থানাধীন বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে মডার্ন সী ফুড কোম্পানী থেকে ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ও ৩৫০ কেজি ফ্রেশ চিংড়িসহ ৬ জন ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।তিনি বলেন, উক্ত অভিযানে এসিল্যান্ড (রুপসা), উপজেলা মৎস্য কর্মকর্তা ও এফআইকিউসি, খুলনা এর উপস্থিতি ছিলেন এবং আটককৃত ৬ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের জেল দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ৩৫০ কেজি ফ্রেশ চিংড়ি নিলামের মাধ্যমে টাকা ৯৫ হাজার টাকা বিক্রয় করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দেখা হয়েছে: 232
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪