|

কেরানীগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টদের সাথে সমন্বয় সভা

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০২০

কেরানীগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টদের সাথে সমন্বয় সভা

মোঃ ফয়সাল হাওলাদার, স্টাফ রিপোটারঃ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে কেরানীগঞ্জে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর (বিকাশ, রকেট, নগদ) এজেন্টদের সাথে সমন্বয় সভার আয়োজন করেছে কেরানীগঞ্জ সার্কেল পুলিশ।

২০ ফেব্রয়ারী রোজ বুধবার কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত এ সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান, ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো: নজরুল হোসেন, কেরানীগঞ্জে বিকাশ ডিসট্রিবিউশন ম্যানেজার মো: সৈকত ও কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু।

সভায় কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত মোবাইল ব্যাংকিং এজেন্টরা তাদের সমস্যার কথা এবং সমস্যা প্রতিকারের জন্য বিভিন্ন দাবী দাওয়া আইন শৃঙ্খলা বাহিনী ও কোম্পানীগুলোর উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তেব্য রামানন্দ সরকার এজেন্টদের উদ্দ্যেশে বলেন, দেশে ৯ বছর ধরে মোবাইল ব্যাংকিং চালু হয়েছে। এটি বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন প্রভাব রাখছে। বর্তমানে প্রায় ১৬টি কোম্পানীর মোবাইল ব্যাংকিং এ গ্রাহকের সংখ্যা ৭ কোটি ৬০ লাখ।

কোন গ্রাহকের আইডি কার্ড ছাড়া তার সাথে টাকা পয়শা লেনদেন করবেন না। পুলিশ জনগনের বন্ধু আপনার সমস্যার কথা পুলিশকে জানান। সন্দেহ মূলক লেনদেন মনে হলে নিকটস্থ থানায় জানান। বাংলাদেশ পুলিশ জনগনের সেবা দিতে সব সময় প্রস্তুত।

দেখা হয়েছে: 621
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪