|

মোহনপুরে শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীর কারাদণ্ড

প্রকাশিতঃ ৬:০৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে এক শিক্ষককে মারপিট করেছে দুই শিক্ষার্থী। আইন অমান্য করে কেন্দ্রে প্রবেশ ও শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত দুই শিক্ষার্থীরা হচ্ছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা হরিদাগাছি গ্রামের রুবেল হোসেন ছেলে নাদিম (২০) ও ইদ্রিস আলীর ছেলে হোসাইন (২১)। তারা দুই জনই কেশরহাট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে । ওই সময় দায়িত্বরত আক্তারুল ইসলাম নামের এক শিক্ষক বাধা দিলে তাকে জামার কলার ধরে মারপিট শুরু করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে মোহনপুর উপজেলা নিবার্হী অফিসারকে খবর দেন। নিবার্হী অফিসার সানওয়ার হোসেন ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই শিক্ষার্থীকে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান,শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এবং নিবার্হী অফিসার তাদেরকে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে। পরে আসামিদেরকে থানায় নিয়ে এসে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

দেখা হয়েছে: 288
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪