|

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পাইন উদ্বোধন করলেন মসিক মেয়র

প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ন | ডিসেম্বর ১১, ২০২১

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পাইন উদ্বোধন করলেন মসিক মেয়র

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ প্ল¬াস ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সিটি মেয়র। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু শনিবার সিটি কর্পোরেশন প্রাঙ্গনে শিশুদের টিকা খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এইচ কে দেবনাথ, ডাঃ রেদাউর রহমান খান ও খাদ্য স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার উপস্থিত ছিলেন। নগরীর বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬৬ হাজার শিশুকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চারদিনে এই টিকা খাওয়ানো হবে।

শনিবার ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর জেলার সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে এবং ১৩টি উপজেলা ১৪৬টি ইউনিয়নে তিন হাজার ৬৫৬ টি কেন্দ্রে ছয় মাস থেকে ৫ বছর বয়সী আট লাখ ২৬ হাজার ৮৯০ শিশুদের ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে বলে সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানিয়েছেন।

এই কার্যক্রমের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮৬ হাজার ১২৫জন শিশুকে একটি করে নীল রংয়ের এ ক্যাম্পসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লক্ষ ৪০ হাজার ৭৬৫জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ক্যাম্পসুল খাওয়ানো হবে।

দেখা হয়েছে: 199
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪