|

ময়মনসিংহে বিদেশী মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিতঃ ২:৫৬ অপরাহ্ন | অক্টোবর ১৫, ২০১৮

ময়মনসিংহে বিদেশী মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে সেলিম সরকার (৫০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ব্যাটালিয়ন সদর দপ্তর। র‍্যাবের দাবি, অভিযানের সময় তারদেহ ও অফিস রুম তল্লাশী চালিয়ে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ টি বিদেশী মদের বোতল, ৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৩ শত ৩০ টাকা উদ্ধার করেছে র‍্যাব-১৪ এর সদস্যরা।

সোমবার (১৫ অক্টোবর) মধ্যরাত ৩ টার দিকে নগরীর দূর্গাবাড়ী এলাকার ফ্রেন্ডস টাওয়ার নামে একটি ভবনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪ এর আভিযানিক সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সেলিম সরকার ফ্রেন্ডস টাওয়ারের মালিক ও একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। সে নগরীর গোহাইল কান্দি জামতলা বাইলেন বিলপাড় এলাকার মৃত মতি সরকারের ছেলে বলে জানা গেছে।

র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব দাবি করে জানান, র‌্যাব-১৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দূর্গাবাড়ী রোডস্থ ফ্রেন্ডস টাওয়ার (দশতলা বিল্ডিং) এর দশ তলায় অভিযান পরিচালনা করে মোঃ সেলিম সরকার (৫০) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তারদেহ ও অফিস রুম তল্লাশী চালিয়ে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ টি বিদেশী মদের বোতল, ৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৩ শত ৩০ টাকা উদ্ধার করে র‍্যাব-১৪ এর সদস্যরা।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় আসামির বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত-২০০৪) এর ১৯ (১) টেবিল ৭(ক)/৯(খ)/২২(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আজ দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেখা হয়েছে: 451
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪