|

ময়মনসিংহে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিতঃ ৯:০৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০২১

ময়মনসিংহে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ মোমেনশাহী সেনানিবাসের পার্শ্ববর্তী এলাকার দুস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত সাড়ে চারশত পরিবারের মাঝে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পাশে এসে দাড়িঁয়েছে।

আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডে (আর্টডক) অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্র“পের আয়োজনে সেনানিবাস সংলগ্ন মাঠে বৃহস্পতিবার আর্টডকের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান দুঃস্থ্য, অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র তুলে দেন। ভবিষ্যতেও আর্টডকের এমন মানবিক সহায়তা উদ্যোগে অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ সময় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে আর্টডকের অধীনস্থ প্রতিষ্ঠান সমুহ কর্তৃক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার, হেড কভার, সহস্্রাধিক হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ¬াভসসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরাসরি শাক-সবজি ক্রয় এবং কৃষকদের মাঝে সবজি বীজ বিতরন করা হয়।

উল্লেখ্য আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান এই মানবিক সহায়তা কার্যক্রমে সার্বক্ষনিক তদারকি ও নির্দেশনা প্রদান করছেন।

দেখা হয়েছে: 324
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪